• দিনপ্রতিদিন ডেস্ক

  • ১৩ মে ,সোমবার, ২০১৯

দাড়ি রাখা, টাখনুর উপরে কাপড় পরা জঙ্গিবাদের লক্ষণ!


দাড়ি রাখা, টাখনুর উপরে কাপড় পরা জঙ্গিবাদের লক্ষণ!


হঠাৎ করে দাড়ি রাখা ও টাখনুর উপর কাপড় পরা শুরু করা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন পালন, গান বাজনাসহ পারিবারিক বিভিন্ন অনুষ্ঠান হতে নিজেকে গুটিয়ে রাখাসহ বেশকিছু বিষয়কে জঙ্গিবাদের লক্ষণ হিসেবে চিহ্নিত করে বিজ্ঞাপন দিয়েছে সম্প্রীতি বাংলাদেশ নামের একটি সংগঠন।

রোববার দেশের প্রায় প্রতিটি জাতীয় দৈনিকে সন্দেহভাজন জঙ্গি সদস্য সনাক্তকরণের ২৩টি উপায় জানিয়ে এই বিজ্ঞাপন দেয় সংগঠনটি।

এদিকে বিজ্ঞাপনে সন্দেহভাজন জঙ্গি সদস্য সনাক্তকরণের যেসব ইন্ডিকেটর দেয়া হয়েছে, তাতে ক্ষুব্ধ হয়েছেন ধর্মপ্রাণ মানুষেরা।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে অনেককে। আর আলেম-ওলামারা মনে করেন, এমন বিজ্ঞাপন প্রচার কোনোভাবেই কাম্য নয়। এর মাধ্যমে ইসলাম সম্পর্কে নেতিবাচক প্রচার করা হচ্ছে।

সম্প্রীতি বাংলাদেশের নামের এই সংগঠনটি গত বছরের ৭ জুলাইয়ে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির আহ্বায়ক অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়।

‘সম্প্রীতি বাংলাদেশ’ প্রকাশিত বিজ্ঞাপনে বলছে- বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষিত ও উচ্চবিত্ত পরিবারের মেধাবী ছাত্ররা জঙ্গি মতাদর্শে উজ্জীবিত হয়ে জঙ্গি হামলা ও টার্গেটেড কিলিং মিশনে অংশগ্রহণ করে শহীদের মর্যাদা প্রাপ্তির ভুল নেশায় ডুবে রয়েছে। এ রেডিক্যাল ইয়ুথ সদস্যদের মধ্যে অনেকেই বিদেশে উচ্চ শিক্ষা/উচ্চতর ডিগ্রি অর্জন করতে গিয়ে রিক্রুটারদের মাধ্যমে কৌশলে ব্রেইন ওয়াশের শিকার হচ্ছে এবং পরবর্তীতে জঙ্গি সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিতে পরিণত হচ্ছে ও বাংলাদেশসহ বিভিন্ন দেশে গমন করে জঙ্গি আক্রমণের পরিকল্পনা ও আত্মঘাতী হামলার অংশগ্রহণ করছে।

এ সকল জঙ্গি সদস্যদের জিজ্ঞাসাবাদ, নজরদারি, ব্যক্তিগত প্রোফাইল দীর্ঘদিন ধরে পর্যালোচনা ও বিশ্লেষণ করে রেডিক্যাল ইন্ডিকেটরসমূহ ১২ থেকে ৩৫ বছর বয়সী যুবকদের মধ্যে লক্ষ্য করা যায়। বিজ্ঞাপনটিতে সন্দেহভাজন জঙ্গি চেনার যে বৈশিষ্ট্যগুলো দেয়া হয়েছে তার কয়েকটির মধ্যে রয়েছে- একাডেমিক পড়াশুনার প্রতি অমনযোগিতা ও ধর্মীয় বিষয়ে পড়াশুনা অস্বাভাবিকভাবে বৃদ্ধি, আত্মকেন্দ্রিক (ইন্ট্রোভার্ট), অতিমাত্রায় চুপচাপ, গভীরভাবে চিন্তামগ্ন এবং ধর্মীয় উপদেশমূলক কথাবার্তা বলা, রুমের মধ্যে বেশিরভাগ সময় একাকী থাকা ও তার কার্যক্রমকে গোপন রাখার ব্যাপারে সতর্ক থাকা, ইন্টারনেটের প্রতি অতিমাত্রায় আসক্তি, গণতন্ত্রকে ইসলামের সাথে সাংঘর্ষিক মনে করা। ইসলামী শাসনব্যবস্থা, শরীয়া আইন এবং খিলাফাহ প্রতিষ্ঠার জন্য অতিমাত্রায় আগ্রহ প্রকাশ করা, ব্যক্তিগত মোবাইল নম্বর প্রকৃত নামে রেজিস্ট্রেশন না করা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন পালন, গান বাজনাসহ পারিবারিক বিভিন্ন অনুষ্ঠান হতে নিজেকে গুটিয়ে রাখা এবং শিরক/বিদাত বলে যুক্তি প্রদান করা, হঠাৎ করেই অতিমাত্রায় ধর্মচর্চার প্রতি ঝোঁক, হঠাৎ করে দাড়ি রাখা ও টাখনুর উপর কাপড় পরিধান শুরু করা, মিলাদ, শবে বরাত, শহীদ মিনারে ফুল দেয়াসহ প্রচলিত সামাজিক ও রাষ্ট্রীয় দিবসসমূহে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সমালোচনা করা, ধর্মচর্চার পাশাপাশি শরীরচর্চা ও ক্যাম্পিংয়ের মতো বিষয়ে আগ্রহী হওয়া।

এদিকে গণমাধ্যমে এই বিজ্ঞাপন প্রচারের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমলোচনা শুরু হয়েছে। বিজ্ঞাপনটির সমলোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক সাহাব এনাম খান।

তিনি মনে করেন, ‘জঙ্গিবাদ শনাক্তকরণে এ ধরনের সাধারণীকরণ উগ্রপন্থাকে আরও উস্কে দিতে পারে। ধর্মের রাজনৈতিক অর্থনীতি আর ন্যায়বিচার ডিসকোর্সকে বাদ দিলেও এখানে দেয়া ইন্ডিকেটরগুলোর অর্ধেক-ই ধর্মপালনকারীর অধিকাংশ মুসলিমের সামাজিক বাস্তবতা অথবা অন্যায্য সামাজিক রূপান্তরের (শিক্ষা, ইনকাম, অসমতা, রাজনৈতিক মুক্তি, বিনোদন, সংস্কৃতি, বিকল্প প্লাটফরম, গণমাধ্যম ইত্যাদি প্রেক্ষাপটে) বহিঃপ্রকাশ।’

এই বিশ্লেষক মনে করেন, ‘পাবলিক স্টেটমেন্ট দেয়ার আগে পরিস্থিতির গুরুত্ব ও এর সামাজিক-সাংস্কৃতিক সংবেদনশীলতাকে বোঝা প্রয়োজন। অন্যথায় এটা উগ্রবাদের প্রক্রিয়াকে আরো বাড়ানোর অপচেষ্টা হিসেবে ভূমিকা পালন করবে।’

বিজ্ঞাপন প্রচারের ব্যাপারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস এ প্রতিবেদককে বলেন, ‘প্রথম কথা হচ্ছে এ ধরনের বিজ্ঞাপন পত্রিকায় দেয়াটা অসংবেদনশীল। এটা এখতিয়ারেরও ব্যাপার। কেননা আপনি তো আসলে একজনের গায়ে কতগুলো ট্যাগ লাগিয়ে দিচ্ছেন, কতগুলো লেবেল সেঁটে দিচ্ছেন কতগুলো নির্দিষ্ট আচরণকে চিহ্নিত করার মধ্য দিয়ে। সাংস্কৃতিক বৈচিত্র‌্যকে মাথায় রাখছেন না। আপনার স্টান্ডার্ডে যেটাকে জঙ্গিবাদী আচরণ মনে হচ্ছে সে মাপকাঠিতে আপনি অন্যজনকে মাপছেন। অন্যজন হয়ত জঙ্গি না হয়েও এ আচরণগুলো করতে পারে। অথচ সে আপনার জঙ্গি ক্যাটাগোরাইজেশনের মধ্যে পড়ে যাচ্ছে। এটা সাংস্কৃতিকভাবে অসংবেদনশীল। কারণ এটা ভিন্নতার প্রতি শ্রদ্ধা রাখে না।’

এ সমাজ বিশ্লেষক আরো বলেন, ‘এটা একটা আইনগত ব্যাপারও। এ ধরনের বিজ্ঞপ্তি দেয়ার এখতিয়ার এ ধরনের সংগঠনের আছে কিনা। ধরেন, সরকার যদি কিছু বলে সে ব্যাপারে একটা জবাবদিহিতার জায়গা থাকে। কিন্তু এ ধরনের সংগঠনের তো সে জায়গাটা নেই। তাকে এই অধিকার কে দিয়েছে যে, সে বলবে এমন এমন আচরণ জঙ্গিবাদী আচরণ। এমনটা বলার এখতিয়ার এ ধরনের প্রতিষ্ঠানকে কে দিয়েছে এটা একটা দেখার ব্যাপার। একটা স্ট্যান্ডার্ড ধরে নিয়ে সেটা দিয়ে অন্যকে বিচার করাটা সমস্যাজনক।’

সম্প্রীতি বাংলাদেশের বিজ্ঞাপনের বিষয়ে ইসলামী ব্যক্তিত্বরা কি বলছেন
বিজ্ঞাপনের বিষয়ে জানতে চাইলে শোলাকিয়া ঈদগাহের খতিব মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ এ প্রতিবেদককে বলেন, ‘সোজা কথা এই বিজ্ঞাপন দিয়ে ভুল করেছে। এভাবে তাদের মন্তব্য করা উচিত নয়।’

তিনি বলেন, ‘যারা জঙ্গি বা উগ্রবাদ হয়েছে, তাদের মধ্যে কেউ হয়তো এসব লক্ষণের মাধ্যেমে উগ্রবাদের দিকে চলে গেছ। তবে এ কারণে ধর্মীয় পালনীয় বিষয়গুলোকে ইন্ডিকেটর বলা ঠিক না।’

এই বিজ্ঞাপনের একটা পয়েন্টে বলা হয়েছে- প্রচলিত মাযহাবকে ভুল প্রমাণের প্রবণতা এবং নিজেকে  লা মাযহাব দাবি করাকে জঙ্গিবাদের ইন্ডিকেটর চিহ্নিত করা হয়েছে।

এ বিষয়ে ফরিদ উদ্দিন মাসউদ বলেন, ‘তারা (সম্প্রীতি বাংলাদেশ) মাযহাবের ব্যাপারে কি বুঝে? তবে কিছু আছে লা মাযহাব দাবি করে। তাদের থেকে হয়েতো কিছু মানুষ উগ্রবাদের দিকে ঝুকেছে ঠিক। কিন্তু এটাকে ইন্ডিকেটর বলার সুযোগ নেই।’

এই বিজ্ঞাপনের সমলোচনা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসউদ এ প্রতিবেদককে বলেন, ‘পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সম্প্রীতি বাংলাদেশ নামক সংগঠন এই বিষাক্ত প্রচারণা শুরু করেছে। যেখানে ইসলামের কিছু মৌলিক পালনীয় বিধি ও রীতিনীতিকে জঙ্গিদের চিহ্ন হিসেবে বলা হয়েছে। এর তীব্র নিন্দা জানাই।’

তিনি বলেন, ‘যারা এই বিজ্ঞাপন দিয়েছে তারা অত্যন্ত পরিকল্পিতভাবে দিয়েছে। এর মাধ্যমে নতুন প্রজন্মকে ভীতির সৃষ্টি করতে চায়, তারা জানে এই প্রজন্ম প্রচণ্ড রকমের ইসলামের প্রতি আগ্রহী।’

অধ্যাপক ড. ইফতেখারুল আলম আরো বলেন, ‘প্রত্যেক ধর্মেই কিছু উগ্রবাদী লোক রয়েছে, তার জন্য সেই ধর্মকে দায়ী করা যায় না। এরা যেগুলো জঙ্গিবাদের ইন্ডিকেটর বলছে, সেগুলোকে বাদ দিলে ইসলামের আর কোনো কিছুই থাকে না।’

জঙ্গিবাদের যেসব ইন্ডিকেটর হিসেবে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে রয়েছে- ‘গণতন্ত্রকে ইসলামের সাথে সাংঘর্ষিক মনে করা। ইসলামী শাসনব্যবস্থা, শরীয়া আইন এবং খিলাফাহ প্রতিষ্ঠার জন্য অতিমাত্রায় আগ্রহ প্রকাশ করা।’

এ বিষয়ে জানতে চাইলে মুফতি সাখওয়াত হোসাইন রাজী এ প্রতিবেদককে বলেন, ‘দুনিয়ার সবতন্ত্রই কি একই রকম নাকি একটা আর একটার সাথে সাংঘর্ষিক। অবশ্যই একটা আর একটার সাথে সাংঘর্ষিক। সমাজতন্ত্রের সাথে গণতন্ত্রের সাংঘর্ষিক, একইভাবে ইসলামের সাথে গণতান্ত্রেও সাংঘর্ষিক। এখন একটার সাথে আর একটার সাংঘর্ষিক হলে কি জঙ্গিবাদ হয়ে যাবে?’

তিনি বলেন, ‘আজকের একটা জরিপে দেখা গেছে প্রতিদিন ৮ হাজারও বেশি মানুষ বিশ্বে মুসলমান হয়। যারা এই ধরনের বিজ্ঞাপণ প্রচার করে, তারা কি আসলে ইসলামের আগ্রগতিকে বিদ্বেষ চোখে দেখে কিনা আমার যথেষ্ট সন্দেহ হয়? মানুষের এই ইসলামের পথে আসা তাদের সহ্য হচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘জঙ্গিবাদের বিরুদ্ধে এনজিওদের কোনো ভূমিকা নেই। জঙ্গিবাদের বিরুদ্ধে ওলামায়ে কেরাম ও ইসলামী সংগঠনগুলো সবচেয়ে বেশি ভূমিকা রাখছে। আমার কাছে মনে হয় ইসলামের জাগরণরোধ করতে পরিকল্পিতভাবে এনজিও এই বিজ্ঞাপন প্রচার করছে।’   

এ বিষয়ে ইসলামী ঐক্যজোট বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী এ প্রতিবেদককে বলেন, ‘জঙ্গিবাদ ব্যাপারটা হলো মসজিদে জুতা চুরি হওয়ার মতো। এটা কি মুসল্লি চুরি করে নাকি চোর মুসল্লি হয়ে চুরি করে? অবশ্যই চোর মুসল্লি হয়ে চুরি করে। ঠিক তেমনি যে জঙ্গিবাদে জড়িয়ে যে পড়ে, সে জঙ্গি হয়তো এই ধর্মীয় অনুশাসনগুলোকে ব্যবহার করে থাকে।’

তিনি বলেন, ‘জঙ্গিবাদের নির্দেশিকায় যেসব কথা বলা হয়েছে, সেগুলো ইসলামের তাহজীব, তমুদ্দুন, শিক্ষা-সংস্কৃতিতে আলোকে টাখনুর উপর কাপড় পরাসহ বেশকিছু বিষয় ইসলামের পালনীয় বিষয় রয়েছে। ফলে এগুলোকে জঙ্গিবাদের ইন্ডিকেটর বলা ইসলামী শরীয়াতের সম্পূর্ণ পরিপন্থী। আমরা বিষয়টি জেনেছি, পরবর্তীতে দলের পক্ষ থেকে অনুষ্ঠানিক বক্তব্য দেবো।’

উল্লেখ্য, গত বছরের ৭ জুলাই ধর্মনিরপেক্ষ চেতনার জাগরণের মাধ্যমে বিভাজন দূর করার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ হয় ‘সম্প্রীতি বাংলাদেশ’।সূত্র: পরিবর্তন


  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ মামুন মিয়া ।
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
আজ জাতীয় ভোটার দিবস
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
২৭ বছর দাম্পত্যের পর হঠাৎ কেন দুজনার পথ গেল বেঁকে?
মোদি-শাহের থেকেও অনেক বড় চ্যালেঞ্জের মুখে মমতা!!!
বিল গেটস ও মেলিন্ডার বিবাহ বিচ্ছেদ!!!
১৬ মে পর্যন্ত বাড়ল কঠোর লকডাউন।
কাতারে ৬ দেশের নাগরিকদের বাধ্যতামূলক কোয়ারেন্টিন।
স্বাস্থ্যবিধি না মানলে ফের কঠোর লকডাউন : কাদের।
হালদায় জলচর পাখি 'লালপা পিউ'।
ভারতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের বিশ্ব রেকর্ড।
তৃতীয় ধাপের লকডাউন আজ মধ্যরাত থেকে।
লকডাউনসহ ১২ প্রস্তাবের বিষয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী।
জেনারেল কাসেম সোলাইমানির নামে ইরানের ক্ষেপণাস্ত্রবাহী রণতরী।
মওদুদ আহমদ আর নেই।
রেলপথেই বিমানের ছোঁয়া, মাত্র ৫৫ মিনিটেই ঢাকা থেকে চট্টগ্রাম!!!
নিজেকে বিজেপির প্রার্থী ঘোষণা করলেন শ্রাবন্তী!!!
মডেল স্বর্ণার বিরুদ্ধে থানায় অসংখ্য অভিযোগ।
নাসিরের স্ত্রী তামিমার সাবেক স্বামীর হাইকোর্টে রিট।
জমজম কূপের প্রধান প্রকৌশলী ইয়াহইয়াহ হামজার ইন্তেকাল।
দুদক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের অভিযোগ, অডিও-ভিডিও চেয়েছেন হাইকোর্ট।
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
২৭ বছর দাম্পত্যের পর হঠাৎ কেন দুজনার পথ গেল বেঁকে?
মোদি-শাহের থেকেও অনেক বড় চ্যালেঞ্জের মুখে মমতা!!!
বিল গেটস ও মেলিন্ডার বিবাহ বিচ্ছেদ!!!
১৬ মে পর্যন্ত বাড়ল কঠোর লকডাউন।
কাতারে ৬ দেশের নাগরিকদের বাধ্যতামূলক কোয়ারেন্টিন।
স্বাস্থ্যবিধি না মানলে ফের কঠোর লকডাউন : কাদের।
হালদায় জলচর পাখি 'লালপা পিউ'।
ভারতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের বিশ্ব রেকর্ড।
তৃতীয় ধাপের লকডাউন আজ মধ্যরাত থেকে।
লকডাউনসহ ১২ প্রস্তাবের বিষয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী।
জেনারেল কাসেম সোলাইমানির নামে ইরানের ক্ষেপণাস্ত্রবাহী রণতরী।
মওদুদ আহমদ আর নেই।
রেলপথেই বিমানের ছোঁয়া, মাত্র ৫৫ মিনিটেই ঢাকা থেকে চট্টগ্রাম!!!
নিজেকে বিজেপির প্রার্থী ঘোষণা করলেন শ্রাবন্তী!!!
মডেল স্বর্ণার বিরুদ্ধে থানায় অসংখ্য অভিযোগ।
নাসিরের স্ত্রী তামিমার সাবেক স্বামীর হাইকোর্টে রিট।
জমজম কূপের প্রধান প্রকৌশলী ইয়াহইয়াহ হামজার ইন্তেকাল।
দুদক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের অভিযোগ, অডিও-ভিডিও চেয়েছেন হাইকোর্ট।
আমার কোনো দল নেই, আমার কোনো রং নেই: নচিকেতা।
আজ জাতীয় ভোটার দিবস
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
তোমার কি বন্ধু মন খারাপ?
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
শ্রাবন্তীর অজানা ১০ খবর
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!
শ্রাবন্তী বাংলাদেশে শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে যা বললেন
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
চা পাতা ক্যান্সারের ঝুঁকি কমাবে
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
বাংলাদেশের যাত্রা শুরু কাল থেকে নতুন কোচের অধীনে

সব খবর